অ্যাকাউন্টে হঠাৎ ২২১ কোটি টাকা! আয়করের নোটিস পেয়ে হতবাক দিনমজুরের। ছবি: সংগৃহীত
এক শ্রমিকের অ্যাকাউন্টে আচমকাই এসে গেল ২২১ কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। তবে নিজের কোটিপতি হওয়ার বিষয়টি আয়কর দফতরের নোটিশ পেতেই জানতে পারেন তিনি।
ভারতের উত্তর প্রদেশের বাস্তি জেলার বর্তনিয়া গ্রামে বাড়ি শিব প্রসাদ নিশাদের। পেশায় তিনি শ্রমিক। দিল্লির কাছেই তিনি কারখানায় কাজ করেন।
সম্প্রতি আয়কর দফতর থেকে একটি নোটিস এসে পৌঁছয় তাঁর কাছে। সেই নোটিসে তাঁকে ব্যাংকে অ্যাকাউন্টে জমা থাকা বিপুল অঙ্কের টাকার কথা এবং তা থেকে সাড়ে চার লক্ষ টাকা টিডিএস কাটার বিষয়টি জানানো হয়।
স্বাভাবিকভাবেই এমন নোটিস পেয়ে চমকে যান শিব প্রদাস। অ্যাকাউন্টে কী না কোটি কোটি টাকা রয়েছে! কীভাবে এতগুলো টাকা এল? ভেবে উঠতে পারছিলেন না শিব প্রসাদ।
এরপর ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে সত্যি রয়েছে ২২১ কোটি টাকা। যা দেখে ‘কোটিপতি’ হওয়ার বিষয়টি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। দুশ্চিন্তায় দিন কাটতে থাকে তাঁর। কিছু বুঝে উঠতে না পেরে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।
অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার বিষয়ে লালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন শিব প্রসাদ। আয়কর দফতরে গিয়ে দেখাও করেছেন। নিজের অজান্তেই যে টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে, তাও খোলাসা করে পুলিশকে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বাস্তির পুলিশ সুপার দীপেন্দ্র নাথ চৌধুরি বলেন, “আমি লালগঞ্জ থানার স্টেশন হাউস অফিসারকে নির্দেশ দিয়েছি এই ঘটনার বিস্তারিত তদন্ত করতে।”
এমন অবাক করা কাণ্ডে হতবাক শিব প্রদাস জানিয়েছেন, কয়েক বছর আগে তিনি প্যান কার্ড হারিয়ে ফেলেছেন। তাই কেউ সেই সুযোগ নিয়ে তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে বলে সন্দেহ তাঁর। তবে কারণ যাই হোক না কেন, আপাতত কোটিপতি ঘুম উড়েছে শ্রমিকের।
সূত্র: দ্য ওয়াল
ওআ/